মিলন বৈদ্য শুভ,রাউজান:রাউজান প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাউজান জলিলনগরস্থ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া, হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার। বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসূফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, যীশু সেন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, আমীর হামজা, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত, আরফাত হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, দেশের অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীদের ক্ষুরধার ও বস্তুনিষ্ঠ লেখনির মধ্য দিয়ে সমাজের অন্যায় অসঙ্গতি রোধ হয়। একটি পজিটিভ সংবাদে শুধু দেশ নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। এক্ষেত্রে সমৃদ্ধ জনপদ রাউজানে কর্মরত গণমাধ্যম কর্মীরা তাদের বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে রাউজানের ভাবমূর্তি সমুজ্জ্বল করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.