রাউজান থানার নবাগত ওসির সাথে প্রেস ক্লাবের সৌজন্য মতবিনিময়
- আপডেট সময় : ০৫:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

★সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার,
চট্টগ্রাম)
রাউজান থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে ৮ ডিসেম্বর সোমবার বিকেলে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবাগত কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় সাংবাদিকতা, জননিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও স্থানীয় সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সহসভাপতি মিলন বড়ুয়া, সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবি, দপ্তর সম্পাদক এ কে বাবর, শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিষয়ক সম্পাদক শ্রী সুপণ বিশ্বাস ও নির্বাহী সদস্য এ. এম. মামুনুর রশিদ। এ সময় নবাগত ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “রাউজানকে আরও নিরাপদ ও আইনশৃঙ্খলাবান্ধব এলাকায় গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করে। পুলিশ-মিডিয়া সমন্বয় থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হয়।”
প্রেস ক্লাবের নেতৃবৃন্দও নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, “জনস্বার্থে ইতিবাচক কাজ, অপরাধ দমন ও উন্নয়ণমূলক কার্যক্রমে প্রেস ক্লাব সবসময় গঠনমূলক সহযোগিতা করবে।”
মতবিনিময় শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও এ ধরণের সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

























