রাউজান ডাবুয়ায় শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব দিবস উদযাপিত

- আপডেট সময় : ১০:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):রাউজান ডাবুয়া শ্রীশ্রী গীতা সৎ সংঘের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয় শিবকল্প,মহাযোগী, ত্রিকালদর্শী,পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব দিবস।
দিনব্যাপী এই আয়োজনে ধর্মপ্রাণ ভক্তদের আগমনে মণ্ডপ প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে অন্যন্য আধ্যাত্মিক আবহ।
দিনব্যাপী মাঙ্গলিক উৎসবের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় শ্রীশ্রী বাবার পূজা, রাজভোগ নিবেদন ও অন্নপ্রসাদ বিতরণ।
ভক্তদের হৃদয়ে আধ্যাত্মিক আবেশ ছড়িয়ে দিতে পরিবেশিত হয় মহতী শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও লোকনাথ জীবনাদর্শ আলোচনা। যা পরিবেশন করেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস (শঙ্করেশ) ও তাঁর দল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ডাবুয়া শ্রীশ্রী গীতা সৎ সংঘ ও শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের সভাপতি দিলীপ ধর,সিনিয়র সহ-সভাপতি উত্তম চৌধুরী,
সহ-সভাপতি সুজন সেন, শুম্ভ মজুমদার, অশোক তালুকদার, সজল দে, সাধারণ সম্পাদক সুজন চৌধুরী,সহ সাধারণ সম্পাদক উত্তম দে,অভিজিত মুহুরী, অর্থ সম্পাদক সুরঞ্জিত
মুহুরী,সহ-অর্থ সম্পাদক সঞ্জয় দত্ত,প্রচার সম্পাদক দিপু দে,
উপদেষ্টা গৌরাঙ্গ দে সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও অসংখ্য ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।
শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম,পশ্চিম ডাবুয়া পল্লীমঙ্গল সমিতি দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ভক্ত সমবেত হন। ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক আধ্যাত্মিক মিলনমেলায়।
ভক্তরা এই পবিত্র দিনে মহাযোগী
বাবা লোকনাথের অশেষ করুণা লাভের নিমিত্তে বাবার জীবনাদর্শ চর্চা ও বিশ্বব্যাপী শান্তিময় জীবনের প্রার্থনা নিবেদন করেন।