নিজস্ব প্রতিবেদক, রাউজান (চট্টগ্রাম):রাউজানে বিশেষ অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদ ও ১টি ব্যাটারী চালিত ভ্যানগাড়িসহ ১জন গ্রেফতার করেছে রাউজান থানার আওতাধীন চুয়েট পুলিশ ক্যাম্প।
চুয়েট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ মামুন ভূঁইয়া সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ২১ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৫ঘটিকার সময় রাউজান থানাধীন পাহাড়তলী তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে কাপ্তাই টু চট্টগ্রাম সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে মোঃ পারভেজ(৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পারভেজ পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ মধ্যম গোবিন্দরখীল তিতা গাজীর বাড়ির পিতা মৃত আমিরুজ্জামান ও মাতা- জাহিদা বেগমের ছেলে। তথ্য মতে জানা যায় গোপন সংবাদর ভিত্তিতে আসামী পারভেজ থেকে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ব্যাটারী চালিত ভ্যানগাড়িটি উদ্ধার করে। এবং পরে আসামীর বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.