মিলন বৈদ্য শুভ, রাউজান:চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরায় অবস্থিত শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা পরিষদের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও বিশ্বশান্তি শ্রী চণ্ডীযজ্ঞ উদযাপন উপলক্ষে ১৮ জুলাই শুক্রবার দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় শতকণ্ঠে গীতাপাঠ, নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান। একইসাথে মানব জাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় আয়োজিত হয় শ্রী চণ্ডীযজ্ঞ এবং সর্বশেষে ছিল অন্নপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাল কৃষ্ণ দে ও অর্থ সম্পাদক সনজিত ধর (বাপ্পু), সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন অসীম পারিয়াল।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পরমেশ ধর।
শতকণ্ঠ গীতাপাঠ পরিচালনা করেন অমিত পারিয়াল, শ্রী শ্রী রক্ষাকালী বৈদিক বিদ্যাপীঠের পক্ষ থেকে।
বিশ্বশান্তি চণ্ডীযজ্ঞ পরিচালনা করেন শংকরমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ ও তাঁর দল।
শপথ বাক্য পাঠ করান ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন চণ্ডীতীর্থ মেধস আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী।
নবনির্বাচিত কার্যকরী কমিটির উপদেষ্টা পরিষদ ও ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত মহতী আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করে তোলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই আয়োজন রাউজানবাসীর মাঝে আনে এক আত্মিক প্রশান্তি ও ভক্তিময় পরিবেশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.