মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী রাসবিহারী ধাম প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী মহোৎসব নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে পালিত হয়েছে।
এক দিনব্যাপী এ মহোৎসবকে ঘিরে ভক্তদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীকৃষ্ণ পূজা, মঙ্গল শোভাযাত্রা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, গীতা প্রশিক্ষক ও সংগঠনকে সম্মাননা প্রদানসহ নানা আয়োজন। এছাড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কারস্বরূপ হারমোনিয়াম প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপক তালুকদার। সঞ্চালনায় ছিলেন সুমন দাশ গুপ্ত ও রাখেশ সরকার।
আর্শীবাদ প্রদান করেন উত্তর গুজরা আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশনের পৌরোহিত্য তপন চক্রবর্তী।
উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ।
প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি লিটন মহাজন (লিটু), সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি সমীর চন্দ্র দে, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ, সহ-সাধারণ সম্পাদক বাপ্পা দাশ ও টিটু দে, সহ-দপ্তর সম্পাদক সোহেল দাশ, মনোজ চক্রবর্তী, ডা. সুপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সুজন দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন মন্দির ও সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অসংখ্য ভক্ত অনুষ্ঠানে যোগ দেন। দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তের উপস্থিতিতে পুরো এলাকা ভক্তিমুখর হয়ে ওঠে।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ মহোৎসব সর্বজনীন শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণ কামনায় এক অনন্য মিলনমেলায় রূপ নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.