মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):দক্ষিণ রাউজান রক্ষিত গুহপাড়ায় শ্যামা সংঘের উদ্যোগে আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে সর্বজনীন কালিপূজা। এ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে অষ্টপ্রহরব্যাপী ৪৩ তম বার্ষিক মহোৎসব।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মহোৎসবকে ঘিরে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, শোভাময় আলোকসজ্জা ও নানা সাজসজ্জার বিশেষ আয়োজন।
শ্যামা সংঘের স্থায়ী কমিটির সভাপতি অপরূপ রক্ষিত, সাধারণ সম্পাদক নিপুল কান্তি দে, অর্থ সম্পাদক মিটু দাশ ও কাজল রক্ষিত জানান, ইতোমধ্যে গঠিত হয়েছে “উৎসব উদযাপন পরিষদ–২০২৫”।
এই পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন টিপু কান্তি দাশ।
সিনিয়র সহ-সভাপতি জগদীশ চন্দ্র দে (মাস্টার) এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন খোকন দে (নিপু), পিন্টু দে, সুব্রত দে ও অমিত রক্ষিত।
সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বিল্পব মল্লিক।
এছাড়া পরিষদের বিভিন্ন পদে রয়েছেন সুমন সেন, নান্টু দে, শিমুল দে, প্রণব দাশ, উজ্জ্বল দে, চন্দন দে, সুমন দে, শ্যামল দে, অর্ঘ্য দাশ (তীর্থ), রিগ্যান দে, কাঞ্চন দে ও সুজন দে।
উৎসবের প্রধান পুরোহিত্য করবেন কেশব চক্রবর্তী, সহকারী পুরোহিত্য করবেন সঞ্জয় চক্রবর্তী।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ডা. সূবর্ণ রক্ষিত (এমবিবিএস)।
আয়োজকরা জানিয়েছেন, কালিপূজা উপলক্ষে প্রতিদিনের ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু-কিশোরদের জন্যও থাকছে বিশেষ পরিবেশনার ব্যবস্থা।
উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে— এই মহতী অনুষ্ঠানকে সফল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হচ্ছে এবং সর্বজনীন এ আনন্দঘন উৎসবে সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.