রাউজানে মা ভাই ও বোনের হাতে খুন প্রকৌশলী

- আপডেট সময় : ১১:৫৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মুক্তার হোসেন,(চট্টগ্রাম প্রতিনিধি) চট্টগ্রামের রাউজানে মা, ভাই ও বোনের হাতে দাড়ালো অস্ত্রের আঘাতে নুরুল আলম বকুল (৪১) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩টার সময় রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। সেই একই এলাকার নুরুল ইসলাম ও হত্যাকারী শহিদা বেগমের পুত্র। তবে তার মা শহিদা বেগমের দুই ঘরের সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, প্রকৌশলী নুরুল আলম বকুল গ্রামের বাড়িতে ঈদ করতে স্ত্রী, ও সন্তানদের শহরে রেখে তিনি গ্রামের নিজ বাড়িতে আসে। এতে ঈদের পরের দিন দুপুরে নিজের ব এসে মা শহিদা বেগম, সৎ ভাই দিদার আলম, নাজিম উদ্দিন, মুন্নি আকতার ভিটের জায়গা ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধের জেড় ধরে এক পর্যায়ে তার উপর থেরে বসে। এতে ধস্তাধস্তির এক পর্যায়ে বকুলকে দা, কুড়ালসহ দেশিয় অস্ত্রসস্ত্র দিয়ে আঘাত করতে থাকলে এক পর্যায়ে তিনি মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয়রা ও ছোট ভাই রাজু আহমেদ প্রথমে রাউজান উপজেলা হাসপাতাল পরে চমেক হাসপতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন, সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহতের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।