মিলন বৈদ্য শুভ, রাউজান:-রাউজান উপজেলার ১১নং পশ্চিম গুজরায় অবস্থিত সার্বজনীন দশভূজা দুর্গামন্দিরে পাঁচদিনব্যাপি বাসন্তীপুজার উদ্বোধন ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ সম্পন্ন হয়েছে।৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে-
শুক্রবার ৪ এপ্রিল ২০২৫ মন্দির প্রাঙ্গনে সকাল থেকে ভক্তরা পূজা ও ফুল নিয়ে আসতে শুরু করেন। মন্দির প্রাঙ্গনে পূজারিদের এক মিলন মেলায় পরিনত হয়।
মন্দিরের পুরোহিত রিমন ভট্টাচার্যের পৌরহিত্যে বাসন্তী পুজায় অঞ্জলি প্রদান করেন পূজারী বৃন্দ। এতে প্রাচীনতম এই মন্দিরের প্রতিষ্ঠাতাদের স্মরণ করেন স্থানীয় জনগন, ভক্তবৃন্দ ও পরিচালনা পরিষদের সদস্য ও কর্মকর্তারা।
এসময় বক্তব্য রাখেন সাবেক পুরোহিত দুলাল ভট্টাচার্য্য, পরিচালনা পরিষদের সভাপতি কাঞ্চন বিশ্বাস, সাধারন সম্পাদক সুমন দাশ, সাবেক অর্থ সম্পাদক রতন মল্লিক, অর্থ সম্পাদক শিমূল মল্লিক, অজিত সিংহ।
এসময় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মৃদুল পারিয়াল, প্রবাসী লিপটু সিংহ, বাবুল সিংহ, উত্তম ভট্টাচার্য্য, অসিম পারিয়াল, রনজিত বৈদ্য, প্রদীপ দে, দ্বিজ দে, বিপ্লব দাশ, দুলাল দাশ, চন্দন দাশ, সমীর দাশ,বাসু দাশ, শিমুল দাশ, বাদল দে,পংকজ বিশ্বাস,বাবলা দে, মিলন বিশ্বাস, সাধন পারিয়াল, রানা দে দীপন সিংহ ও প্রিয়া মল্লিক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.