স্টাফ রিপোর্টার:-
রাউজানে সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘষে দুই মোটরসাইকেল আরোহী নিহত দুজনই কোরআনে হাফেজ
রাউজানে সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘষে মঙ্গলবার দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সংঘষে সিএনজিটি রাস্তার পাশে খাদে পড়ে গেছে। নিহত দুজনই কোরআনে হাফেজ। তারা হলেন হলেন একজন হাফেজ আলী হোসেন। তিনি বাশখালী উপজেলার বহদ্দারপাড়ার মৃত বজল আহম্মদের ছেলে। আরেক নিহত হাফেজ ছৈয়দুল হক। তিনি একই উপজেলার ১১নং পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি গ্রামের মওলাপাড়ার নছি মিয়ার ছেলে। রাউজান পৌরসভায় এসআই জয়নাল আবেদীন জানান ২ এপ্রিল মংগলবার দুপুর ২টায় হাফেজ বজলুর রহমান সড়কের ঢেউয়া হাজীপাড়ায় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলটি ছিল রাউজান সদরমুখী এবং সিএনজিটি ছিল পাহাড়তলীমুখী। দুটি গাড়ি মোড়ে দ্রুতগামী হওয়ায় পাশ কাটতে গিয়ে মুখোমুখি সংঘষ হয়। এসময় সিএনজিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান আলী হোসেন। রাউজান হাসপাতালে মারা যান হাফেজ ছৈয়দুল হক। তারা দুজনই রাউজান পৌরসভার ৯নম্বর ওয়াডের দুটি মসজিদের মুহাজ্জিন। দুঘটনা সময় রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়। জানা যায়, তারা বাড়ি থেকে রাউজান কমস্থলে ফিরছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.