রাউজানে ঝিকুটীপাড়া জ্বালাকুমারী বিগ্রহ মন্দিরে ষোড়শ প্রহরব্যাপি মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ,রাউজান উপজেলা প্রতিনিধি:- চট্টগ্রামের রাউজান উপজেলার ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঝিকুটীপাড়ায় অবস্থিত শ্রীশ্রী আালারাউজানে ঝিকুটীপাড়া জ্বালাকুমারী বিগ্রহ মন্দিরে ষোড়শ প্রহরব্যাপি মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত
কুমারী বিগ্রহ মন্দিরের ১১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমদ্বগবতগীতা পাঠ, মহতি ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে গত শুক্রবার মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা মহোৎসব পরিচালনা পরিষদের সভাপতি রতন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ঝিকুটী পাড়া মন্দির পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ দাশ এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মন্দির পরিচালনা ও মহোৎসব উদযাপন ও সমাজ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ সভাপতি প্রবীন শিক্ষক পরমধন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা লায়ন ডাক্তার দুলাল দাশ, বিশিষ্ট গীতাপাঠক সজল দাশ, ব্যাবসায়ী ও সমাজ সেবক রতন দাশ, মহাশশ্মশানের ভূমিদাতা ও সমাজসেবক মৃদুল দাশ, সমাজ সেবক লালন দাশ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দাশ, ব্যাবসায়ী সাধন দাশ, হাজী অলি সিএনজি ফিলিং ষ্টেশনের ব্যাবস্থাপক সমাজসেবক শুকলাল দাশ, সমাজ সেবক নির্মল দাশ,শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ,সমীরন দাশ প্রমুখ।
বক্তার বলেন অসাম্প্রদায়িক চেতনায় প্রতিবছর এই ঐতিহাসিক প্রাচীনতম মন্দিরে প্রতি বছর মহোৎসবে সকল ধর্মের মানুষ উপস্থিত থাকেন এবং সার্বিক সহযোগীতা করে আমাদের পাশে থাকেন। চারদিন ব্যাপি এই ধর্মানুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রান নরনারী ও ভক্তবৃন্দের পদচারনায় মুখর থাকেন এবং প্রসাদ গ্রহন করেন।