রাউজানে খাজা গরীবে নেওয়াজের ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন,রাউজান (চট্টগ্রাম):রাউজানের পশ্চিম গুজরায় খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) এর ওরশ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ২৫ আগস্ট সোমবার বাদে মাগরিব ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে হাটহাজারী আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সমাজকর্মী মোহাম্মদ বখতেয়ার উদ্দীন ও তোফাচ্ছেলের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক, গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আলাউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুদ্দৌলা।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সেলিম উদ্দীন রেজভী।
বিশেষ বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শাহীন মুরাদ আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সি. মাদ্রাসার মুদারিরস আল্লামা জাফর আহম্মদ মানিকী,ইসলামী ফাউন্ডেশন রাউজান উপজেলার কর্মকর্তা আল্লামা হাসান মুরাদ আল মাউজভান্ডারী।
খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) ওরশ খানকা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস ফকির, মোহাম্মদ হারুন, মোহাম্মদ হারুনুর রশিদ, মজিবুল হক, এয়াকুব আলী সওদাগর,কবির আহমদ, বদিউল আলম, এসকান্দরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ আলাউদ্দীন বলেন, সমাজে নৈতিক অবক্ষয়ের মূল কারণ উঠতি প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধের শিক্ষা যথাযথভাবে দিতে না পারা। আমাদের প্রজন্মকে নৈতিক শিক্ষার পাশাপাশি
ইসলামী মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা গেলে সমাজ সত্যিকার অর্থেই আলোকিত সমাজ হিসেবে গড়ে উঠবে।
খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ আলাউদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুদ্দৌলা, বিএনপি নেতা মোহাম্মদ নাছিরউদ্দিন, মোহাম্মদ হারুণ ও প্রবাসী মোহাম্মদ এসকান্দরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মাহফিলে দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।