রাউজানে উনসত্তর পাড়া জগন্নাথ দেবের ১৪২তম শুভ রথযাত্রা উদযাপিত

- আপডেট সময় : ১১:৩১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী উনসত্তর পাড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৪২তম শুভ রথযাত্রা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত একদিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল মঙ্গল প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবতগীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীকৃষ্ণ লীলা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা, ভোগরতি, সন্ধ্যারতি এবং মহাপ্রসাদ বিতরণ।
শ্রীমদ্ভগবতগীতা পাঠ পরিবেশন করেন বিশিষ্ট পুরোহিত বিশ্বনাথ পুরোহিত ও তার দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রান্ত দাশ এবং সজল বল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের স্থায়ী কমিটির উপদেষ্টা সাগর তালুকদার, অসিত বরন চন্দ, সরোজ দাস, স্বরূপানন্দ দাশ, সিতাংশু বসাক, টিপলু বসাক, বিশ্বনাথ পুরোহিত, অসীম ধর, অজিত মহাজনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা জানান, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এ বছর গৌরবময় ১৪২তম বছরে পদার্পণ করেছে। রথযাত্রাকে কেন্দ্র করে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক অন্যরকম উৎসবের আমেজ সৃষ্টি হয়। পাশাপাশি, শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ মন্দিরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সব সনাতনী দানশীল ব্যক্তিদের সার্বিক সহযোগিতা ও আর্থিক অনুদানের আহ্বান জানান মন্দির কমিটির সদস্যরা।
উক্ত মহতী অনুষ্ঠানে রাউজান ছাড়াও আশপাশের এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় এ উৎসব এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।