মিলন বৈদ্য শুভ, রাউজান(চট্টগ্রাম):
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রামের রাউজান উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে রাউজান পৌরসভার জলিল নগর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন পালিত (বাসু) এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি লিটন মহাজন (লিটু)।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক সুরেন্দু ভট্টাচার্য, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার ও সাধারণ সম্পাদক বিল্পব কান্তি দাশ।
এছাড়া বক্তব্য রাখেন রাউজান পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, টিটু চৌধুরী, দিবাকর ঘোষ, দীপ্ত চৌধুরী, সুদীপ দে, বীণা চৌধুরী, রুপালী দে, রুপন বিশ্বাস, ডাঃ সুপণ বিশ্বাস, হিমাদ্রী পাল (ইমন), তপু পাল, পাভেল চৌধুরী, তরুণ বিশ্বাস, অরুন দাশ, বিটু কান্তি দে, বাপ্পা দাশ, ভোমর দাশ, রাখেশ মালাকারসহ বিভিন্ন মঠ-মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠে। তাই পূজার সময় আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতার বিষয়টি সবার আগে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.