মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):মনোরম ও নিরিবিলি পরিবেশে উপজেলার কদলপুর ইউনিয়নস্থ সুলতানুল আউলিয়া হযরত সৈয়দ খাজা আশরাফিয়া, আবুশাহ মিয়া, জব্বারিয়া, মঈনীয়া এতিমখানা ও হেফজখানার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিগত ১৯৮৫ সালে স্থাপিত হয়েছিল এবং তা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আরো আধুনিক ও উন্নত ভাবে নবরুপে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুক্রবার বাদে জুমা প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক সুফী হাবিবুল আলম মনসুর।
আওলাদে পাক পীরজাদা মৌলানা অলি উদ্দীন শাহ আশরাফির সার্বিক তত্ববধানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে। যেখানে অভিজ্ঞ হাফেজে কোরআন দ্বারা পাঠদান, গরীব ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য ভর্তি থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রী, সর্বোচ্চ নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। উদ্বোধন উপলক্ষে সকাল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া সহ বিভিন্ন খতমাদি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী দ্বারা পরিবেশনা করা হয়। এতে অতিথি ছিলেন সুফী অহিদুল আলম, শুক্কুর ফকির, মানবাধিকার সংগঠক মনজুরুল আলম, আব্দুল হাকিম, ব্যবসায়ী মোহাম্মদ তারেক, শাহাজাদা আবু তালেব শাহ, আশরাফ শাহ জামে মসজিদের খতিব মাওলানা কুতুব উদ্দীন শাহ, শাহাজাদা খোকন শাহ, শাহাজাদা হাসান শাহ, শাহাজাদা মৌলানা নেজাম উদ্দীন শাহ, শাহাজাদা শফি শাহ, শাহাজাদা নাহিদ শাহ, শাহাজাদা রোকন উদ্দীন শাহ, শাহাজাদা বাহাউদ্দিন শাহ, ফোরকান উদ্দিন শাহ সহ আরো অনেকেই। পরিশেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা এবং উপস্থিত সকলের জন্য দোয়া চেয়ে আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের প্রবীণ আওলাদ শাহাজাদা মৌলানা জামাল উদ্দীন শাহ। আখেরি মোনাজাতের পর আগত সকল মেহমানদের মাঝে তবারুক পরিবেশন করা হয়।ভর্তিসহ যেকোন তথ্যের জন্য ০১৮১৮-৩৫৭৮৩২ এই নাম্বারে যোগাযোগ করুন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.