নিজস্ব প্রতিবেদক,রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজান উপজেলায় সংঘটিত হলো দুর্ধর্ষ চুরির ঘটনা। গত ৮ সেপ্টেম্বর (সোমবার) গভীর রাতে উত্তর গুজরা ইউনিয়নের শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ মন্দিরে লোহার গ্রিল ভেঙে দানবাক্স ও স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত চোরের দল মন্দিরের জানালার রড বাঁকিয়ে ভেতরে প্রবেশ করে দানবাক্স ভেঙে নগদ অর্থ লুট করে। পাশাপাশি তারা আদ্যা মায়ের গলায় থাকা প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। চুরি যাওয়া অর্থ ও অলঙ্কারের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।
মন্দিরের পুরোহিত শ্রী তপন চক্রবর্ত্তী বিষয়টি নিশ্চিত করে জানান, “অজ্ঞাত চোরেরা মন্দিরে এভাবে প্রবেশ করায় ভবিষ্যতে আরও বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।” তিনি এ ঘটনায় রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া বলেন, “চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ তদন্তাধীন রয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকায় এ চুরির ঘটনায় ভক্ত ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.