
সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
রাউজান উপজেলার ৭নং রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুরস্থ নাথ পাড়ায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে তিন পরিবারের সহায় সম্বল সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তরা হলেন স্বর্গীয় গৌরি হরি নাথের ছেলে বড় ছেলে বিমল নাথ মেঝ ছেলে পরিমল নাথ এবং ছোট ছেলে সন্তোষ নাথ। তথ্যমতে, ৭ডিসেম্বর রবিবার বিকাল তিনটার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব পুড়ে একেবারেই শেষ হয়ে গেছে। তবে প্রাণে বেচে যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের তথ্যমতে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরেরদিন সকালে রাউজান থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজান সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আসবাবপত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন,শিল্প বিষয়ক মোহাম্মদ আলী মুন্না, উপজেলা যুবদল নেতা দিদারুল আলম, বিএনপি নেতা জাকের হোসেন বাহাদুর, মোহাম্মদ লোকমান, যুবদল নেতা মোহাম্মদ রাশেদ, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয়, যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ তছলিম, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ লিটন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সোহেল, শাহনেওয়াজ, মনিরুল ইসলাম বাছা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.