রাউজানের ডাবুয়ায় গিয়াস কাদের চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৮:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাউজান:
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর রোগ মুক্তি কামনায় ২নং ডাবুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সংগঠনের উদ্যগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩মে জুমাবার বিকেলে হিঙ্গলা হযরত মুছা শাহ (রঃ) মাজার মাঠ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ বেলাল চৌধুরী। ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হক, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সাজ্জাদুর রহমান মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামাল মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ আব্দুর শুক্কুর।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ কামাল, মোহাম্মদ আমিনুল ইসলাম, কাজী জাহাঙ্গীর আলম,
মিয়া সওদাগর, ২নং ডাবুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য সচিব আব্দুর রহিম বাদশা, শ্রমিকদল নেতা মোঃ রফিক, ডাবুয়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মুনিক, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মোস্তাফা, মোহাম্মদ মামুন, যুবদল নেতা মোহাম্মদ ইকবাল হোসেন, নুরুল আলম কালু, মোহাম্মদ এমরান, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সুজন, যুবদল নেতা দিদার, মোহাম্মদ ওসমান, আমান উল্লাহ, মোহাম্মদ জাহেদ, এরশাদ, সোহেল, সেচ্ছাসেবক দল নেতা মোঃ মাবুদ, মোহাম্মদ বেলাল, ছাত্রদল নেতা আবু তাহের রাফুল, মিনহাজ, মোহাম্মদ রাশেদ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এতে মিলাদ পরিচালনা করেন মাওলানা আবু বকর কাদেরী। দোয়া মোনাজাত পরিচালনা করেন হিঙ্গলা মুছা শাহ জামে মসজিদের খতিব মাওলানা আবু তৈয়ব আনচারী।