"রঙের ডিব্বা"
বেশ সময় করেছো পার গায়ে রং মেখে
একটু সময় কর ব্যয় রঙের ডিব্বা দেখে!
রং দেখেছো রঙের ডিব্বা দেখ নাই
বিশ্বাস কর, সাচ্চা মানুষ তুমি নও ভাই।
রং আর রঙের ডিব্বা এক কথা নয়
রং মেখে নিলে, বলতো ডিব্বার কি হয়?
খাঁটি মানুষ যারা রঙে রং মাখে
রং মাখার পরেও তারা ডিব্বাটা চেয়ে দেখে।
রঙে রঙিন হোক এ সুন্দর ধরা
ডিব্বার কথা ভেবে যেন রঙিন হয় সারা।
আফজাল মুহাম্মদ
তৌফিকুর রহমান তাহের::
দিরাই,শাল্লা প্রতিনিধি,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.