রক্তে রঞ্জিত ২১
নার্গিস আক্তার
একটি বছর ঘুরে ফিরে আসে একুশ।
একুশে ফেব্রুয়ারি আমি কি ?
তারে ভুলিতে পারি।
রক্তে রঞ্জিত রাজপথে বয়ে গেছে নদী।
আমার ভাই বোনের রক্তের বন্যা
বয়ে গেছে ঐ ইউনিভার্সিটি
রাজপথের গলি।
আমি কি ভুলিতে পারি?
বাপের আকুতি মায়ের কান্না
হয়েছে বুক খালি ।
করে গেছে বায়ান্নের
ভাষা আন্দোলনের ছবি।
লক্ষ মায়ের বীর সন্তান
একাত্তরে করেছে যুদ্ধ।
দিয়েছে জীবন প্রাণ বিসর্জন।
তাদের জীবনের বিনিময়ে
এসেছে বাংলাদেশ।
লাল-সবুজের পতাকায় হয়েছে
দেশ স্বাধীন।
হাজার মা-বোনের ইজ্জত সম্ভ্রমের
বিনিময়ে পেয়েছি মুক্তি
হয়েছে দেশ স্বাধীন।
আমার এই জন্মভূমি বাংলাদেশ।
একুশ এলে জেগে ওঠে
বীর শহীদদের রক্তের ঋণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.