মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,সাতক্ষীরা।।
সাতক্ষীরা সদর পৌর সাত নাম্বার ওয়ার্ড রইচপুর ঈদগাহ ময়দানে আজ শনিবার ০৭ইং জুন সকাল ৭:৩০ মিনিটে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ঈদগাহে সমবেত হন এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন।
নামাজ শুরুর অনেক আগে থেকেই মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। পুরো ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। গরীব দুঃখী শিশু, যুবক, বৃদ্ধ - সকল বয়সের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। ঈদের এই দিনে সবাই ছিলেন নতুন পোশাকে সজ্জিত, যা ঈদের আনন্দের এক ভিন্ন মাত্রা।
এই সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নুরুল হক দাখিল মাদ্রাসার সহকারী মৌলবি শিক্ষক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র সিনিয়র অফিসার মোঃ বাকি বিল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আহাম্মদ আলী এবং আলহাজ্ব আবুল কাশেম মসলা ভান্ডার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ঈদের জামাতকে আরও মহিমান্বিত করে তোলে।
ঈদের নামাজের ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন রইচপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আব্দুল্লাহ, তার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত ও মধুর সুরে বয়ান মুসল্লিদের মুগ্ধ করে। নামাজ শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়। ফিলিস্তিনসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয়।
মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বহু দিন পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের সাথে দেখা হওয়ায় সবার মুখে ছিল হাসির ঝিলিক। অনেকে গরিব দুঃখী ও শিশুদের মাঝে নতুন টাকার নোট বিলিয়ে করেন।
নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন। এই ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি - এই প্রত্যাশাই রইচপুর ঈদগাহ ময়দানের প্রতিটি মুসল্লির কণ্ঠে ধ্বনিত হচ্ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.