সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর
রংপুর নগরীর হাজির হাট থানার অভিরাম, বকুল তলা গ্রামের শ্রী মিঠুন চন্দ্র মহন্তের স্ত্রী শ্রী মতি বিথি রানী মহন্ত শ্লীলতাহানির শিকার হযেছেন বলে জানা যায়।
সরেজমিনে গেলে বিথি রানী সাংবাদিক দের জানান, শ্রী বঙ্কিমচন্দ্র সরকার ,পিতা শ্রী অলিন চন্দ্র সরকার, হরিরাম পিরোজ, কিসিম টারী,হাজির হাট, রংপুর। তিনি অনেক দিন থেকে আমাকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় আমি গত-১৬|০৪|২০২৪ ইং তারিখ বেলা আনুমানিক ১১-৩০ ঘটিকার সময় আমার বাড়িতে কোন লোকজন না থাকার সুবাদে বঙ্কিম চন্দ্র সরকার আমার ঘরের ভিতর অনধিকার প্রবেশ করিয়া আমাকে পিছন দিক থেকে জরাইযা ধরে।
এবং আমার শরীরের বিভিন্ন স্পশঁ কাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন আমি এই নরপশুর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য চিৎকার করিলে-পাসের বাড়ির [১]শ্রী মতি রাধা রানী, [২]শ্রী মতি লিপি রানী, এরা দ্রুত চলে আশে এবং তাদের সামন দিয়ে বঙ্কিম চন্দ্র সরকার দ্রুত দৌডাইযা পালাইযা যায়।
এরপর আমার স্বামী বাড়িতে আশা মাত্রই আমি আমার স্বামী মিঠুন চন্দ্র মহন্তকে সমস্ত ঘটনা খুলে বলি। আমার স্বামী সমস্ত ঘটনা শুনে বাড়ির লোকজনদের সাথে আলোচনা করে আমাকে নিয়ে হাজির হাট থানায এসে ১৮।০৪।২০২৪ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করি ।
বিথি রানী সাংবাদিকদের আরো বলেন যে, আমরা গরীব ও অসহায় হওয়ার কারণে বঙ্কিমচন্দ্র সরকার প্রভাব শালী হওয়ায় এলাকার কাউন্সিলর সহ বিভিন্ন ক্ষমতা বান লোকদের দিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
তাই আমি সাংবাদিক ভাইদের কলমের লিখনীর মাধ্যমে প্রশাসনের সু-দৄষ্টি কামনা করছি। ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.