সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়আনি বালাপাড়া হিন্দুপল্লীতে দুই দফায় ভাঙচুর ও লুটপাটের ঘটনার ২দিন পর অজ্ঞাতনামা ১২শ জনকে আসামি করে মামলা হলেও গ্রেফতার না হওয়ায় আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়া ভুক্তভোগী সনাতনী ধর্মের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর মেরামতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
উল্লেখ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ২৬ জুলাই শনিবার রঞ্জন কুমার রায় নামে এক শিক্ষার্থীকে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করলেও পাশের এলাকার লোকজন এসে আলদাতপুর ছয়আনি বালাপাড়া হিন্দুপল্লীতে ১৮টি পরিবারের ঘরবাড়ি তছনছ এবং লুট করে নগদ অর্থ , গহনা,টেলিভিশন সহ একাধিক গরু। হামলা ঠেকাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । হিন্দুপল্লীতে হামলার ঘটনার ২দিন পর অবশেষে অজ্ঞাতনামা ১২ শ জনকে আসামি করে মামলা হয়েছে এমনটি জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। তবে নিরাপত্তার স্বার্থে মামলার বাদীর নাম প্রকাশ করা যাচ্ছে না এবং ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে,
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,জানিয়েছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.