জেলা প্রতিনিধি,রংপুর:রংপুরের হাজীরহাট এলাকায় মোছাঃ রিক্তা বেগম তার প্রতিবেশী মোঃ দুলাল মিয়া ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, গত ১ জুন ২০২৩ বিকেল আনুমানিক ৫:০০টায়, তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, আসামী দুলাল মিয়া ও তার সহযোগীরা লাঠিসোটা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার পরিবারকে আক্রমণ করে।
হামলায় রিক্তা বেগম ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন এবং তাদের বাড়ি ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়। অভিযোগে উল্লেখ আছে, দুলাল মিয়া তার গলায় থাকা ৮ আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছেন এবং বাড়ির সামনে থাকা একটি মাইক্রোবাসও পুড়িয়ে দিয়েছেন। আহতদের মধ্যে রিক্তা বেগম ১ থেকে ১১ জুন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাজীরহাট মেট্রো থানায় এজাহার দায়ের করা হলেও, অভিযোগ অনুযায়ী প্রভাবশালী আসামী হওয়ায় মামলা দীর্ঘদিন রেকর্ড হয়নি। পরে আদালতের মাধ্যমে রিক্তা বেগম দুলাল মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩৪২, ৪৩৫, ৪৩৬, ৩৭৯, ৪২৭, ৩৫৪, ৫০৬(২), ১১৪ ও ১০৯ ধারায় মামলা দায়ের করেছেন।
বর্তমানে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের গ্রেফতার করা হচ্ছে না। রিক্তা বেগম অভিযোগ করেছেন, আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে এবং তার পরিবারের কাউকে পেলে মারার হুমকিও দিচ্ছে।
রিক্তা বেগম সাংবাদিকদের মাধ্যমে জানিয়েছেন, তিনি জনসচেতনতা সৃষ্টি ও ন্যায়বিচারের জন্য এই ঘটনা প্রকাশ করতে চাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.