সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি, রংপুর:রংপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রবিউল আবেদীন রতন এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, গত ১৭ আগস্ট গভীর রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সোবান আলী (আনছার)-এর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ সদস্যরা অতর্কিতভাবে বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে পরিবারের সদস্যদের আতঙ্কিত করে। এমনকি মুক্তিযোদ্ধার নাতি, যিনি একজন সাংবাদিক, তার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট সমূহে প্রবেশ করেন, যা আইন ও সংবিধান পরিপন্থী।
রবিউল আবেদীন রতন দাবি করেন, এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এর পর থেকে ভুক্তভোগী পরিবার বিভিন্নভাবে হুমকি-ধামকির শিকার হচ্ছে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের কলমের শক্তি দেশের গণঅভ্যুত্থান থেকে শুরু করে সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অথচ একজন সাংবাদিকের ব্যক্তিগত ফোন কেড়ে নেওয়া পুলিশের ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.