রংপুরে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর:-
শনিবার (০৮ জুন) সকল ১০:৩০ মিনিটে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে ভূমিসেবা সম্পর্কিত জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য হচ্ছে “স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক”
জেলা প্রশাসক জনাব মোবাশ্বের হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জনাব মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) জনাব মোঃ আবু জাফর , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জনাব মোঃ রেজাউল করিম, রংপুর জেলা প্রশাসন, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা, জনসাধারণ, প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।