রংপুরে ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে, ধরা খেল এক ছিনতাইকারী

- আপডেট সময় : ১২:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন নজিরের হাট বাজার এলাকায় আজ রাত ১২:৪৫ মিনিটে এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। কলা ব্যবসায়ী বাবলু মিয়া প্রতিদিনের মতো ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় এক ছিনতাইকারী তাকে আক্রমণ করার চেষ্টা করে।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ধরে ফেলে। পরে এলাকাবাসী ঐ ছিনতাইকারীকে হাজীরহাট মেট্রোপলিটন থানা পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সাহসী এলাকাবাসীর দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন ব্যবসায়ী বাবলু মিয়া।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ হাজিরহাট থানা মোঃ রাজিবুল ইসলাম বলেন, বর্তমানে ছিনতাইকারী ছেলেটি “রংপুর মেডিকেল কলেজ, হসপাতালে ” পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বলে জানান তিনি।