সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর:-
দুনিয়ার মজদুর এক হও ন্যায্য অধিকার আদায় করো, সকল শ্রমিক ইউনিয়ন জোট বাধো এই স্লোগান কে সামনে রেখে,
রংপুরের পীরগাছায় বুধবার সকাল ১০টায় ১লা মে দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্যর্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১লা মে -২০২৪ আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে পীরগাছা উপজেলা অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন সম্মিলিত ভাবে এ দিবসটি যথাযথ মর্যাদার সহিত পালন করে।
১লা মে দিবস উদযাপন উপলক্ষে পীরগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের নিমিত্তে শুরু হয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পীরগাছা ইউ পি মোড় হয়ে পীরগাছা বাজার চৌরাস্তা হয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছে সেখানে শ্রমিকের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মামুন সহ অন্যান্য শ্রমিক নেতারা, তাদের সকল ধরনের ন্যায্য অধিকার আদায়ের জন্য সরকারের প্রতি দাবি জানান।
বর্ণাঢ্যর্্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম,
ট্রেড ইউনিয়নের সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আল মামুন,
অনুষ্ঠানটি সংগঠনের অফিসে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে শুরু করা হয় এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.