রংপুরের গজঘন্টায় বসত বাড়ির রাস্তা বন্ধ করে দোকান বসানোর অভিযোগ

- আপডেট সময় : ১২:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর:-
রংপুর নগরীর গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা, জয়দেব (দোলা পাড়া) এলাকার মৄতঃআজগর আলীর ছেলে মোঃ মোজান্মেল হকের বাজার সংলগ্ন বসত বাড়ির রাস্তা বন্ধ করে গায়ের জোরে দোকান বসায় মোঃ আবু সাদেক,ও তার সহযোগী মোছাঃসেলিনা বেগম, মোছাঃ সালেহা বেগম ও মোঃ সফিকুল ইসলাম, জয়দেব (মাস্টার পাড়া) গঙ্গাচড়া, রংপুর।
তিনি বিভিন্ন সময় আমার সাথে কারণে অকারণে ঝগড়া বিবাদ সৄষ্টি করিয়া আমার বড় ধরনের ক্ষতি করার সুযোগ খুঁজিয়া আসিতে থাকে।
আমি দীর্ঘ দিন যাবত আমার বাড়ির সামনে বাজার সংলগ্ন টিন ও ঔষধের দোকান ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করিয়া আসিতেছি।
এমতাবস্থায় মোঃ আবু সাদেক আমার উক্ত দোকানের সামনে জোরপূর্বক ফলের দোকান বসায়।
যাহাতে আমার বসত বাড়ির চলাচলের রাস্তা ও আমার দোকানের সম্মুখ বন্ধ হইয়া যায় এবং আমার দোকানের কাস্টমার যাওয়া আসার অসুবিধা হয়।
ঘটনার দিন ২৬।০৪।২০২৪ ইং বিকাল আনুমানিক ৪ ঘটিকায় আমার স্ত্রী মোছাঃ ইনজেনা বেগম আবু সাদেককে তাহার দোকান সরানোর কথা বলিলে আবু সাদেক পূর্ব শত্রুতার জের ধরিয়া আমার স্ত্রী কে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমার স্ত্রী কারন জানতে চাইলে আবু সাদেক আমার স্ত্রী কে মারার জন্য উদ্ধত হয়।তখন আমি আমার স্ত্রীর চিৎকার শুনিয়া বাড়ি হইতে বাহিরে আসলে তিনি আমাকেও মারার জন্য উদ্ধত হয় এবং বিভিন্ন ধরনের ভয় ভিতি ও হুমকি দিয়ে বলে যে,এর পরে দোকান সরানোর কথা বলিলে খুন যখম সহ আমার বাড়ি ঘড় ও দোকান ভাংচুর করিয়া আমার নামে মিথ্যা মামলা দিয়ে শান্তিতে বসবাস করিতে দিবে না।
এ সময় স্থানীয় ব্যাক্তিদের সামনেই এ কথাগুলো বলেন। তাদের মধ্যে মোঃ শামসুজ্জামান, মোঃ নজরুল ইসলাম মেম্বার ও মোঃ ফুলু মিয়া সাং জয়দেব (দোলা পাড়া),গঙ্গাচড়া, রংপুর।
আমি নিরুপায় হয়ে নিজের এবং পরিবারের কথা চিন্তা করে গঙ্গাচড়া মডেল থানায় এসে ২৮।০৪।২০২৪ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করি।
মোজান্মেল হক সাংবাদিকদের আরো বলেন যে, আপনারা হচ্ছেন জাতীর বিবেক,তাই আমি আপনাদের কলমের লিখনীর মাধ্যমে প্রশাসনের সু,দৄষ্টি কামনা করছি।