স্টাফ রিপোর্টার:-
২১শে মার্চ,২০২৪ রোজ বৃহস্পতিবার জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, বরিশাল জেলা কমিটির আয়োজনে ও এডুকো বাংলাদেশের সহযোগিতায়, যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া সংক্রান্ত স্মারকলিপি দাখিলের বিষয়ে নগরীর আনাইয়াস ক্যাফে অ্যান্ড কনভেনশন হলে গুরুত্বপূর্ণ সভা আয়োজিত হয় ।
সভার বিষয়বস্তু ছিল যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন এর খসড়া নিয়ে আলোচনা করা, এর কার্যকর বাস্তবায়নের পক্ষে কথা বলা এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমাদানের লক্ষে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন। যৌন হয়রানি বিশ্বব্যাপী একটি বিস্তৃত সমস্যা, যা বিভিন্ন সেক্টর ও প্রতিষ্ঠানের ব্যক্তিদের প্রভাবিত করে। বাংলাদেশে, অন্যান্য অনেক দেশের মতোই, বিচার ও সুরক্ষার জন্য ভুক্তভোগীরা প্রায়ই চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ব্যাপক আইন ও এর প্রয়োগের অনুপস্থিতি এই সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলেছে, তাই এটিকে আইনি সংস্কারের মাধ্যমে সমাধান করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অনুষ্ঠানটি মেহের আফরোজ মিতা, আঞ্চলিক সমন্বয়কারী, টিএইচপি, বরিশাল অঞ্চল এর সঞ্চালনায় শুরু হয়। এরপর একে একে বিভিন্ন নাগরিক প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন জনাব অধ্যাপক গাজী জাহিদ হোসেন, সভাপতি, সুজন বরিশাল জেলা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.