নিজেস্ব সংবাদদাতা:-
টাঙ্গাইলের সখিপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিজারুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে থানা পুলিশ । গতরাতে তাকে পৌর শহরের ৬ নং ওয়ার্ড কাঁচাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সিজার ওই ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে এবং প্রাক্তন মেম্বার আবুল কালাম আজাদের নাতি।
জানা যায়, বিয়ের পর থেকেই স্ত্রী সানজিদা আক্তারকে (২২) যৌতুকের জন্য প্রায়ই মারধর করতো স্বামী সিজারুল ইসলাম। এ নিয়ে উভয় পরিবারের দ্বন্দ্বও চলছিল। ২০ মে বিকেলে স্ত্রী সানজিদা আক্তার তার বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডে আসলে স্বামী সিজারুল তাকে যৌতুকের জন্য ব্যাপক মারধর করে। পরে ওইদিন রাতে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে স্বামী সিজারুলসহ চারজনক আাসামী করে সখিপুর থানায় মামলা করেন স্ত্রী সানজিদা আক্তার।
সখিপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, স্ত্রীর দারের করা মামলায় স্বামী সিজারুলকে গ্রেফতার করে বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.