আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের সামরিক বাহিনী ও শাসন ক্ষমতা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি হবে না।
বাইডেনের বিবৃতির প্রতিক্রিয়ায় শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্সে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের শর্তগুলোতে পরিবর্তন আসেনি। হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা, সকল জিম্মির মুক্তি এবং গাজা ইসরায়েলের জন্য আর যাতে হুমকি না হয়ে ওঠে, তা নিশ্চিত করার আগ পর্যন্ত যুদ্ধ চলবে।
তিনি বলেন, স্থায়ী যুদ্ধবিরতির আগে এই শর্তগুলো পূরণে জোর দেয়া অব্যাহত রাখবে ইসরায়েল। শর্তগুলো পূরণ হওয়ার আগেই ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে- এমন ভাবার কোনো সুযোগ নেই।
এর আগে, শুক্রবার ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে গাজায় তিন ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করেন বাইডেন। এ প্রস্তাবে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে গাজার সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস।
রয়টার্স জানায়, বাইডেনের প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি থাকবে, যে সময়ের মধ্যে গাজার জনবহুল সব এলাকা ছাড়বেন ইসরায়েলি সেনারা।
যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েলি কারাগারে বন্দি থাকা কয়েক শ ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে বয়স্ক ও নারীসহ কিছু ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়া হবে। এ সময়ে গাজায় নিজেদের বাড়িঘরে ফিরতে পারবেন ফিলিস্তিনি বেসামরিক লোকজন। একইসঙ্গে বিরান হয়ে যাওয়া উপত্যকায় দিনে ৬০০ ট্রাক খাদ্য সহায়তা পৌঁছাবে।
এ পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার আলোচনা করবে হামাস ও ইসরায়েল।
বাইডেনের ভাষ্য, যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে, যতক্ষণ হামাস তার প্রতিশ্রুতিতে অটল থাকে।
প্রস্তাব অনুযায়ী, হামাস ও ইসরায়েলের সমঝোতা আলোচনা ছয় মাসের বেশি সময় গড়ালে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে।
বাইডেনের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে পুরুষ সেনাসহ জীবিত ইসরায়েলি সব বন্দিকে মুক্তি দেবে হামাস। এর বিপরীতে গাজা ছেড়ে চলে যাবেন ইসরায়েলি সেনারা। এ পর্যায়ে শুরু হবে স্থায়ী যুদ্ধবিরতির প্রক্রিয়া।
তৃতীয় ধাপে গাজায় বড় ধরনের পুনর্গঠন হবে এবং উপত্যকায় থাকা ইসরায়েলি বন্দির ‘অবশিষ্টদের’ তাদের পরিবারের কাছে পাঠানো হবে।
বাইডেনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কাতার থেকে দেয়া বিবৃতিতে হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে যেকোনো প্রস্তাবে ইতিবাচক এবং গঠনমূলকভাবে যুক্ত হতে প্রস্তুত তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.