মোঃ তৌহিদুর রহমান, ক্রাইম রিপোর্টার, যশোর :-
যশোর-মাগুরা সড়কের সাদীপুরে রড বুঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সংঘর্ষ হয়। এতে চালক নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরো ১ জন।
যশোর-মাগুরা সড়কের সাদীপুরে আজ ভোর ৫ টার দিকে (যশোর ট ১১-৬০৫১) লোহার রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সংঘর্ষ হয়।এতে ট্রাকের ড্রাইভার নিহত হয়। গুরুতর আহত অন্যজনকে যশোর ফায়ার সার্ভিস উদ্ধার করে যশোর মেডিকেলে পাঠিয়েছে।
নিহত চালক আরিজুল ইসলাম (৩০) সাতক্ষীরা কালীগঞ্জের ফটিক হোসনের ছেলে। সে হেলফারের দায়িত্বে থাকলেও তিনিই তখন চালাচ্ছিলেন। আহত মূল ড্রাইভার রবিউল ইসলামের গ্রামের বাড়ি দেবহাটা এলাকায়।
উদ্ধার কাজে চেষ্টা করছে যশোর ফায়ার সার্ভিস,বারো বাজার হাইওয়ে পুলিশ এ বাঘারপাড়া খাজুরা পুলিশ।খাজুরা ক্যাম্প ইনচার্জ অভিজিৎ সিংহ রায় জানান ভোর ৫ টার আগে এ ঘটনা ঘটে।
এ পর্যন্ত ১ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে,অপর জনকে উদ্ধারের জন্য সবাই মিলে চেষ্টা চলছে। গাড়ীর ভিতর ১ জন ছাড়া আরো কেও আছে কিনা উদ্ধারের পর জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.