স্টাফ রিপোটার,যশোর: গতকাল দুপুর ১.০০ টা হইতে যশোর টু মাগুরা মহাসড়কে লোকাল বাস বন্ধ থাকায় রাস্তায় চলছে যাত্রীদের ভোগান্তি।
সূত্রে জানা যায়, বাস শ্রমিকরা বিভিন্ন দাবী নিয়ে ধর্মঘাট করছে।শ্রমিকের সাথে বাস মালিকদের বিভিন্ন কল্যাণের চাঁদা নিয়ে কিছুদিন ধরে গোলযোগ চলছে এবং তারই ধারাবাহিকতায় গতকাল দুপুর থেকে তারা গাড়ী চালানো বন্ধ করে ধর্মঘাট শুরু করেছে।
প্রতিদিন যশোর নিউমার্কেট থেকে ৭/৮ মিনিট পরপর বাস ছেড়ে মাগুরা যায়।কিন্তু নিউমার্কেট থেকে মাগুরার দুরত্ব প্রায় ৩০ কিলোমিটার হওয়ায় বিকল্প প্রদ্ধতি হিসেবে যেতে হচ্ছে ইজিবাইকে করে তাতে যাত্রীদের সময় ও বাড়তী ভাড়াও গুনতে হচ্ছে।
সব মিলিয়ে দ্রুত বাস চলাচল না হওয়া পযন্ত এই যাত্রীদের ভোগান্তি শেষ হবে না।
মালিক সমিতির স্ট্যাটাটারদের সাথে কথা বলে জানা গেছে কবে থেকে চলাচল শুরু হবে তার কোন নিশ্চয়তা নেই।
বাস চলাচল শুরু নির্ভর করছে মালিক শ্রমিকের দন্দের ওপর।শ্রমিকের দাবী মিটলেই গাড়ী চলাচল স্বাভাবিক হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.