যশোর বাঘারপাড়া বন্দবিলা ইউনিয়নে বিএনপি’র মাসব্যাপী ইফতার মাহফিল

- আপডেট সময় : ০২:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি : তারেক রহমানের দিক নির্দ্দশনায় দেশ ব্যাপী চলছে অসহায় মানুষদেরকে সাথে নিয়ে ইফতার মাহফিল।সেই দিক নির্দ্দেশনায় থেমে নেই যশোরে টি এস আয়ুবপর বাঘারপাড়া থানার ২ নং বন্ধবিলা ইউনিয়ন। বন্দবিলা ইউনিয়নের বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান তপনের নেতৃত্বে বন্দবিলা ইউনিয়ন বিএনপি , ইউনিয়ন যুবদল,ইউনিয়ন ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ অন্যন্য সহযোগী সংগঠনের সমন্বয়ে প্রতিদিন কোন না কোন আয়োজিত হচ্ছে ইফতার মাহফিল। সকলের সমন্বয়ে গরীব,দুঃখী,অসহায় মানুষকে সাথে নিয়ে হচ্ছে ইফতার মাহফিলগুলো।সাধারণ মানুষের কাছে বিভিন্ন প্রশ্নে দেখা গেছে ৫ আগস্টের পর দেশের বিভিন্ন এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও নিরব ও শান্ত পরিবেশে পরিচয় দিয়েছে ২ নং বন্দবিলা ইউনিয়ন।
বিভিন্ন অনুষ্ঠানে মনিরুজ্জামান তপন যে সমস্ত বক্তব্য রেখেছেন তাতে তিনি তারেক রহমানের সকল দিক নির্দ্দশনা অনুযায়ী তার ইউনিয়ন তিনি পরিচালনা করছেন সকলের পাশে থেকে।
তিনি সরাসরি সকলের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন কোন দখলদার,চাঁদাবাজ,অন্যায়কারী সাথে কোন আপোষ হবে না এবং তার নেতাকর্মীকে তিনি সকল ধরনের শালিশ,চাঁদাবাজ,দাখলদার কাজ থেকে দুরে থাকতে বলেছেন।কেউ যদি ধরনের কাজে সাথে যুক্ত থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সদস্য তার সাথে সম্পর্ক রাখবে না এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।