যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের বর্ণিল আয়োজন

- আপডেট সময় : ০৫:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ৯ বার পড়া হয়েছে

নতুন সম্ভাবনা নিয়ে এসেছে নতুন বঙ্গাব্দ ১৪৩২। বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহবানে যশোর জেলা প্রশাসনের উদ্যোগেও হয়েছে বর্ষবরণের বর্ণিল আয়োজন। কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন বর্ষবরণে আয়োজন করে বিশেষ অনুষ্ঠানমালার।
পয়লা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে ধর্ম-বর্ণনির্বিশেষে সমগ্র বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণ স্পন্দনে, নব-অঙ্গীকারে। রচিত হয় সম্প্রীতি, সৌহার্দ্য, আনন্দ ও ভালোবাসার মেলবন্ধনের সুখের স্মৃতি। সকল সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি প্রথম বারের মতো জেলা প্রশাসনের এ একক আয়োজন সম্মিলিত আনন্দ শোভাযাত্রার জন্য সমবেত সকলের বাঁধভাঙ্গা আনন্দ সর্বজনীন রূপ পায়। জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রার আগে অনুষ্ঠান মঞ্চে হয় সংক্ষিপ্ত পরিসরের একটি অনুষ্ঠান। এতে ‘জাতীয় সংগীত’ ও ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে দেশব্যাপী নববর্ষের শোভাযাত্রার প্রথম উদ্যোক্তা ভাস্কর মাহবুব জামাল শামীমকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে ভাস্কর মাহবুব জামাল শামীমের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন। এ সময় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলসহ বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ।