যশোর জেলখানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
মো:আরিফুল ইসলাম
যশোর জেলা প্রতিনিধি।
যশোর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম নজু মোল্লা (৬৯) মারা গেছেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার ভাটাপাড়া গ্রামের আঃ মালেকের ছেলে। তার কয়েদি নম্বর-৯২০৬/এ।
যশোর কারাগার সূত্রে জানা যায়, মৃত নজরুল ইসলাম খুলনা ফুলতলা থানার একটি অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি বৃহস্পতিবার ভোররাতে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মোহাম্মদ কবীর।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.