সংবাদ শিরোনাম :
যশোর কেশবপুরে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী কর্মকান্ড করে চলেছেন আনিছুর

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

মো আব্দুল্লাহ আল নোমান,কেশবপুর প্রতিনিধি:- যশোরের কেশবপুরের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নোমানের প্রায় (৩০) ত্রিশটি ফলের গাছ কেটে দিয়েছে একই গ্রামের বাসিন্দা আনিছুর। গাছ কাটার সময় জমির মালিক নোমানের মা বাঁধা দিতে গেলে অকথ্য, অশ্লীল ভাষায় গালি দেয়। এবং আনিছুরের হাতে থাকা ধারালো দা দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় ২০ টি সুপারি গাছের চারা, কলার খাদিসহ পাঁচটি কলা গাছ, ২ টি আমের গাছ এবং ১ টি কাঁঠালের গাছ কেটে দিয়েছে আনিছুর। ঘটনাস্থলে থাকা প্রত্যাক্ষ দোষীরা জানায় পূর্ব শত্রুতার জের ধরে এসব সন্ত্রাসী কর্মকান্ড করেছেন আনিছুর। এ ঘটনার আগেও আনিছুর নিজের দাম্ভিকতায় অনেকের এমন কর্মকান্ড চলিয়ে ক্ষতিগ্রস্ত করেছেন বলে জানা গেছে।