সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
যশোরে নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় ভেঙে পড়ে শ্রমিকসহ ৩ জন মারা গিয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় যশোর শহরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের বাসিন্দা ও নির্মাণাধীন ভবনের সাইট ইঞ্জিনিয়ার আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার বাসিন্দা প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ও নির্মাণ শ্রমিক নূর ইসলাম (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সার্কিট হাউস রোডে বিল্ডিং ফর ফরচুন লিমিটেড ডেভেলপার কোম্পানির ১০ তলা ভবনের একটি কাজ চলছে। ওই ভবনের কাজ করছিলেন প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু হোসেনসহ কয়েকজন। হঠাৎ পাঁচতলার কার্নিশ ভেঙে রোডের ওপর পড়লে তিনজন ঘটনাস্থলে মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.