স্টাফ রিপোর্টার:-
(২৫ মার্চ ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ)/রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, এএআই(নিঃ)/ নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৩১, তাং-০৭/০৩/২০২৪ ইং, ধারা-৩৭৯/৪১১/৪১৩ পেনাল কোড এর তদন্তকালে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন নেপালের মোড় পশ্চিমপাড়া গ্রামস্থ আসামী মোঃ সেলিম মোল্যা(২৮) এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া ইং-২৪/০৩/২০২৪ তাং ১৮.২৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ সেলিম মোল্যা(২৮), পিং-মৃত হাবিল মোল্যা, মাতা-আজিরা বেগম, সাং-নেপালের মোড় পশ্চিমপাড়া, এ/পি সাং-মাইজপাড়া এবং মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ২। মোঃ আঃ রহমান সরদার(২৫), পিং-মোঃ আজিজার রহমান সরদার, মাতা-হাসিনা বেগম, সাং-যশপুর, ৩। মোঃ আল -আমিন(২৩), পিং-মোঃ শহিদুল ইসলাম, মাতা-আনোয়ারা বেগম, সাং-আউনাড়া মধ্যপাড়া, সর্ব থানা-মহম্মদপুর, জেলা-মাগুরা দের গ্রেফতার করেন এবং আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামী মোঃ সেলিম মোল্যা(২৮) এর বসত বাড়ীর উঠান হইতে ০৩টি চোরাই সন্দিগ্ধ মোটরসাইকেল উদ্ধার করেন।পরবর্তীতে ধৃত আসামীদের সহায়তায় মাগুরা জেলার মাগুরা সদর থানাধীন ভাইনার মোড় হইতে আসামী ৪। মোঃ শিবলু মোল্যা(৪২), পিং-মৃত চাঁদ আলী মোল্যা, মাতা-আয়শা বেগম, সাং-নাকোল, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা কে একটি চোরাই মোটরসাইকেল সহ ধৃত করেন। ধৃত সকল আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার মাগুরা সদর থানাধীন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ইং-২৫/০৩/২০২৪ তাং ০৮.৪৫ ঘটিকার সময় আসামী ৫। মোঃ হাসান ফকির(৪২), পিং-মৃত ময়েন উদ্দিন ফকির, মাতা-সুফিয়া বেগম, সাং-গোড়দহ খালপাড়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া এর নিকট হইতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারপূর্বক ইং-২৫/০৩/২০২৪ তাং ০৯.১৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। আসামীদের নিকট থেকে মোট ০৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। যার মূল্য অনুমান ৭,২০,০০০/- টাকা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.