যশোর শহরতলীর পুলেরহাট বেড়বাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী বাহিনী প্রধান তানভীর হাসান তানসহ (২৭) ১২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী ধরা পড়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেছে পুলিশ।
এরআগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বেড়বাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনাটি ঘটে। বেড়বাড়ি মসজিদ কমিটির সহ-সভাপতি বাবুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে তান বাহিনী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে। এর জের ধরে মঙ্গলবার রাত আড়াইটার দিকে তান বাহিনী তার বাড়ির সামনে বোমা ও গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায়। পরে ঘটনাস্থল থেকে বোমার স্প্লিন্টার, অবিস্ফোরিত বোমা ও গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
বাদীর মামলায় তানভীর হাসান তান ছাড়াও আসামি করা হয়েছে বেড়বাড়ির ইয়াসিন ওরফে গিট্টু (২৬), আবু সুফিয়ান নিরব (২২), মনা (২১), সাগর (২৩), বাঁধন (২৩), জিসান (২৫), মাহিদিয়ার তরিকুল ইসলাম (৪০), কৃষ্ণবাটির জয় (২২), নুর আলী (২১), ইব্রাহিম (২৩) এবং শহরের রেলগেট রায়পাড়ার সোহেল ওরফে মুরগী সোহেল (২৫)-কে।
অন্যদিকে বুধবার বিকেলে কৃষ্ণবাটি এলাকার একটি চায়ের দোকান থেকে যৌথবাহিনী তান বাহিনীর চার সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার হয়। আটকরা হলো—খোলাডাঙ্গার শাহামান সিদ্দিকী লাবীব (২০), কৃষ্ণবাটির বিজয় হোসেন (১৯), ঘোপ সেন্ট্রাল রোডের ইয়াসিন আরাফাত (১৯) এবং জেল রোডের সারাফাত হোসেন (১৯)।
অভিযানের সময় বাহিনী প্রধান তান পালিয়ে যায়। এ ঘটনায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে তানসহ ৫ জনের নামে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.