যশোরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বার্মিজ চাকুসহ চার সন্ত্রাসী আটক হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মনোহরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোর সদরের ইছালি গ্রামের আব্দুল লতিফের পুত্র মাসুদুজ্জামান সুইট (৫০), বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের শওকত বিশ্বাসের পুত্র রিপন, নলডাঙ্গা গ্রামের মৃতঃ আকবর মোল্ল্যার পুত্র শাহিনুর রহমান (৪৪), যশোর সদরের সাড়ংডাঙ্গা গ্রামের মিজান বিশ্বাসের পুত্র ফিরোজ।
অভিযানে অংশ গ্রহণকারীদের একটি সূত্র জানিয়েছে, আটককৃতদের কাছে অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে দুইটি বার্মিজ চাকু, ২৫ গ্রাম গাঁজা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং একটি এয়ার বাট উদ্ধার করা হয়।
পরে মাসুদুজ্জামান সুইটের বাড়িতে তল্লাশি চালিয়ে আর কোনো কিছু পাওয়া যায়নি। আটককৃত চারজন এবং উদ্ধারকৃত মালামাল বিকেল ৪টায় যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.