সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রাত বারোটার দিকে একদল দুর্বৃত্ত যুবলীগ নেতা রেজাউল ইসলামকে জবাই করে হত্যা করেছে। নিহত রেজাউল ইসলাম একই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রাতে তার বাড়ি থেকে তাকে ধরে নিয়ে গিয়ে বাড়ির পাশেই জবাই করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ জানিয়েছে, রেজাউলের নামে একাধিক মামলা রয়েছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.