নিজস্ব প্রতিবেদন:যশোর সদর উপজেলায় কোদালিয়া গ্রামে মরিচক্ষেতে গরু প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে গরুর মালিক ও কৃষক এর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
মূলত গত ১৬ ই আগস্ট বিকালে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের পূর্বপাড়ায় লতিফ মন্ডলের বাড়ি পিছনে কাশেম আলীর মরিচক্ষেত হওয়ার, মরিচক্ষেতে লতিফ মন্ডলের গরু প্রবেশ করে। এতে ক্ষিপ্ত হয়ে কাসেম আলী গরুর মালিক লতিফ মন্ডলের উপার আঘাত করে এবং নানাবিধি হুমকি প্রদান করে। আহত লতিফ মন্ডলের এর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করে। লতিফ মন্ডলের ভাইয়ের থেকে এক পর্যায়ে মীমাংসা করে নেয়। কিন্তু মীমাংসার পরবর্তীতে কাসেম আলী এলাকার বিভিন্ন জায়গায় লতিফ মন্ডল ও তার ভাইদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে থাকে।
তাই আজ ১৯শে আগস্ট সকালে কাসেম আলী মরিচক্ষেতে আসলে তাকে স্বাভাবিকভাবে ডাক দেন এবং মীমাংসিত জিনিস নিয়ে আর যেন কোন প্রকার কুরুচিপূর্ণ কথাবার্তা না বলে সেই বিষয় অনুরোধ করে। কিন্তু ক্ষিপ্ত হয়ে কাসেম আলী লতিফ ও তার ভাই আমিনুর কে গালাগালি ও হুমকি দেয়। এক পর্যায়ে তাদের সাথে কথা কাটাকাটি থেকে শুরু হয় গায়ে হাত তুলাতুলি। তখন লতিফ কে ধাক্কা দিলে তিনি পাশে থাকা বাঁশের গুজা দিয়ে কাশেম আঘাত করে এতে কাশেম আহত হয়।
আহত কাশেম কে নিয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। আহত কাশেম চিকিৎসারত অবস্থায় হাসপাতালে থাকা সাংবাদিকদেরকে ঘটনার মূল কারণ ব্যাখ্যা না দিয়ে মিথ্যা উত্তর দিয়ে সাংবাদিকদেরকে নিউজ প্রদান করেন।
আমরা ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জানতে পারছি যে, মূলত কাসেম আলী আগে লতিফ কে মেরে আহত করেন এবং থানায় মামলা করার হুমকি দিয়ে আসে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.