যশোরে বিপুলসংখ্যক চোরাই মোবাইল উদ্ধারসহ আটক ৪

- আপডেট সময় : ১১:০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
(১৭ মে ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ)/মোঃ সোলায়মান আক্কাস সঙ্গীয় এসআই(নিঃ)/কাজী আব্দুল মান্নান, এএসআই(নিঃ)/৬৩৫ গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই(নিঃ)/ এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২০.০৫ ঘটিকার সময় যশোর বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভাস্থ রহমান চেম্বার মার্কেটের ২য় তলায় জি মার্ট নামক মোবাইল সার্ভিসিং দোকান হইতে আসামী ১। মোঃ মাসুদ রানা @ মিঠু(৩১), পিতা-মোঃ আব্দুস সামাদ, গ্রামঃ কলাগাছি, থানা-ঝিকরগাছা, ২। মোঃ রাশেদুজ্জামান(২৫), পিতা- দ্বীন মোহাম্মদ, সাং-কাগজপুকুর, ৩। মোঃ সাগর হোসেন(২৭), পিতা-মৃত আবুল কালাম, সাং-দিঘীরপাড়, ৪। মোঃ ইব্রাহিম খলিল সানি(২৩), পিতা-মৃত আব্দুল মমিন, সাং-ভবেরবেড়, সর্ব থানা-বেনাপোল পোর্ট, সর্ব জেলা-যশোর দেরকে ২৭ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৫,৪০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।