যশোর জেলা প্রতিনিধি,মো:হাবিবুর রহমান হাবিব:-
যশোর সদর উপজেলার বাহাদুরপুর মেহগনি তলায় পুরাতন বইয়ের গুদাম ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে এ আগুন লাগে। এতে গুদামে রাখা প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় যশোর-মাগুরা সড়কের উভয়পাশে লম্বা যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে এই গুদামে বিভিন্ন স্থান থেকে পুরাতন বই ও প্লাস্টিক ভাঙাড়ির জিনিসপত্র এই গুদামে জমা করে রাখতো। আজ হঠাৎ করে ওই গুদামে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।
তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.