জেলা প্রতিনিধি, যশোর: যশোরের চৌগাছা উপজেলায় সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মাদ্রাসা পাড়ায় প্রথমে অনৈতিক প্রস্তাব দেয় এক নারীর। কিন্তু ওই নারী রাজি হয়নি। এক পর্যায় তাকে ধর্ষণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ওই নারীর আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলে। রোমহর্ষক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যসৃষ্টি হয়েছে। তবে, শেষ রক্ষা হয়নি অভিযুক্ত তাহাজ্জত ওরফে ট্যানাকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।
স্থানীয় ও ভিকটিম পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ট্যানা। যা প্রত্যাক্ষান করায় বিভিন্ন ভাবে ক্ষতির পরিকল্পনা করে আসছিলো। রোববার দুপুরে ওই নারী বাড়িতে একা ছিলেন। এমন সময় প্রতিবেশী ট্যানা ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় ওই নারী চিৎকার দিলে ট্যানা ওই নারীর আঙ্গুল কামড়ে ধরে। এতে করে নারীর আঙুল কেটে পরে যায়। পরে স্থানীয়রা চলে আসলে ট্যানা সটকে পরে। বিষয়টি জানাজানি হলে পুলিশ যেয়ে ট্যানাকে আটক করে।স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক অভিযানে তাহজ্জত ওরফে ট্যানাকে আটক করেছেন। মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.