সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
বাংলাদেশে বেড়ে যাওয়া ধর্ষণের ঘটনা রোধে ধর্ষকের ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন বামপন্থী সংগঠন নেতাকর্মী'রা।
সোমবার বেলা ১১ টার দিকে বামপন্থী সংগঠন এর উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও এই স্লোগানে মুখরিত হয় যশোর প্রেসক্লাবের আশপাশ।
এছাড়া আরো বলেন, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও ন্যায় বিচার নিশ্চিত না হওয়ায় তা মাহামারি আকার ধারণ করেছে। বিকারগ্রস্ত মানুষের হাত থেকে শিশুরাও রক্ষা পাচ্ছে না। তাই ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.