যশোরে জনতার হাতে ফেনসিডিল চক্রের কয়েক সদস্য আটক

- আপডেট সময় : ১১:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, যশোর : জনতার হাতে ফেনসিডিল চক্রের তিন সদস্য আটক। ঘটনাটি ঘটেছে যশোর সদর থানাধীন যশোর টু মাগুরা মহাসড়কের হুদার মোড়ে। আজ রাত ৯ টা ৩০ মিনিটে হুদারমোড় টার্নিং এ একটি বাইক দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী দুর্ঘটনা স্থলে এসেই তাদের ২ জনকে সহযোগিতার জন্য এগিয়ে আসে।একজনের অবস্থা গুরুতর ছিলো।অন্য জন সুস্থ ছিলো জনতার ভীড়ে মুহুর্তে R15 এবং জিকসার মডেলর ২ বাইক এসে সুস্থ ব্যক্তিকে তার হাতে থাকা একটি বড় ব্যাগসহ সিনেমা স্টাইলে নিয়ে যায় ঘটনা স্থল থেকে জিকসারে উঠিয়ে নিয়ে যায় এবং জিকসার থেকে একজনকে নামিয়ে দিয়ে যায়।বিষয়টি এলাকাবাসী সাথে সাথে বুঝতে না পারলেও পরক্ষণে বুঝতে পারার সাথে সাথে নামিয়ে দিয়ে যা ব্যক্তি এবং দুর্ঘটনায় কবলিত সুস্থ ব্যক্তি কে জেরা শুরু করে তারা বিভিন্ন কথার চলে বিষয়টি এড়িয়ে যেতে চাইছিল।
কিন্তু দুর্ঘটনায় কবলিত শারীরিক ক্ষতিগ্রস্ত ছেলেটি (বয়স আনুমানিক ১৭/১৮ বছর) জনতার সম্মুখে বলে ওই ব্যাগে ফেনসিডিল আছে এবং তারা তিনটি গাড়ি এই ফেনসিডিল পারাপার করছিল।
জনতার হাতে আটককৃত মাদক কারবারির ৩ জনকে এলাকাবাসী ইছালী ক্যাম্পের আই সি ‘ র হাতে তুলে দেন।