মুসফিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ফাতেমা আনোয়ারকে।
শনিবার (১৮ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি শারমিন সুলতানা লিলি ও সাধারণ সম্পাদক ডেইজি সরোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী ও শৃংখলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে যশোর জেলার অন্তর্গত সদর উপজেলা শাখার আহবায়ক ফাতেমা আনোয়ারকে বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ফাতেমা আনোয়ার। এ উপলক্ষে ১৬ মে বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফাতেমা আনোয়ার বলেন,"প্রধানমন্ত্রীর জামাইও বিএনপি করে"এ ধরনের আপত্তিকর এমন্তব্য করেন ফাতেমা আনোয়ার। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ফাতেমা আনোয়ার বহিষ্কার দাবি করেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।এর আগে মানবতাবিরোধী অপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর ফাতেমা আনোয়ার সরকারের সমালোচনা করে ফেসবুকে স্টাট্যাস দেন। যা নিয়ে সেই সময়ে যশোরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.